MRrazu
MRrazu

MRrazu

      |      

Pelanggan

   Video terbaru

MRrazu
2 Tampilan · 26 hari yang lalu

⁣জানাজার নামাজ মুসলিমদের জন্য এক বিশেষ দোয়ার নামাজ। এটি মৃত মুসলিম ভাই বা বোনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার উদ্দেশ্যে পড়া হয়। এখানে ধাপে ধাপে জানাজার নামাজ পড়ার নিয়ম দেওয়া হলো:


---

👉 জানাজার নামাজের নিয়ম

রাকাত সংখ্যা : ৪ তাকবীর, কিন্তু এতে রুকু-সিজদা নেই।

নিয়ত : "আমি এ মৃত ব্যক্তির জন্য আল্লাহর উদ্দেশ্যে জানাজার নামাজ পড়িতে নিয়ত করিলাম, ইমামের অনুসরণে।"



---

🌿 ধাপে ধাপে পড়ার নিয়ম

1. প্রথম তাকবীর : ইমামের সঙ্গে “আল্লাহু আকবার” বলে হাত কান পর্যন্ত তুলে বাঁধা হবে।

এরপর সানা পড়া (سُبْحَانَكَ اللّهُمَّ ... إلخ)।



2. দ্বিতীয় তাকবীর : “আল্লাহু আকবার” বলে হাত না তুলে শুধু বুকে হাত রাখা।

এরপর দরুদ শরীফ পড়া (ইবরাহিমি দরুদ)।



3. তৃতীয় তাকবীর : আবার “আল্লাহু আকবার” বলা।

এরপর মৃতের জন্য দোয়া করা।

সাধারণত পড়া হয়:
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ... (অর্থ: হে আল্লাহ! তাকে মাফ করুন, দয়া করুন...)




4. চতুর্থ তাকবীর : “আল্লাহু আকবার” বলে সামান্য থেমে দোয়া করতে হয়।

যেমন: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً...



5. এরপর সালাম ফিরানো : ডানে-বামে “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” বলা।




---

⚠ কিছু গুরুত্বপূর্ণ বিষয়

জানাজার নামাজে রুকু ও সিজদা নেই।

শুধু ৪ তাকবীর ও দোয়া দ্বারা সম্পন্ন হয়।

ইমামের সঙ্গে নিয়ত করে পড়তে হয়।

মৃত নারী, পুরুষ, শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য আলাদা আলাদা দোয়া রয়েছে, তবে সাধারণ দোয়া পড়লেও যথেষ্ট।

MRrazu
106 Tampilan · 1 tahun yang lalu

video in sea beach

Menampilkan lebih banyak